আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১৯
এম, এ কাশেম \ চট্টগ্রাম:- উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে এক পোশা শ্রমিক কে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করার বর্বরোচিত ঘটনার খবর পাওয়া গেছে। থানায় অভিযোগ দিলে পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ লম্পট কে গ্রেপ্তার করেছে বকলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযানে নামে। আর এতে দিনভর মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার বিভিন্ন এলাকায় চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে ও পুলিশের দাবি। গ্রেপ্তারকৃত লম্পটরা হলো- সীতাকুন্ড উপজেলার মুরাদপুর গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র নিজাম উদ্দিন রানা, মাহমুদাবাদ গ্রামের মোঃ দুলালের পুত্র আশরাফুল ইসলাম, বাঁশবাড়িয়া গ্রামের মোঃ ইয়াছিনের পুত্র শাহাদাত হোসেন, শিবপুর গ্রামের ছালামত উল্যাহর পুত্র মোঃ ইসমাইল এবং মীরসরাই উপজেলার মধ্যম করুয়া গ্রামের নুর নবীর পুত্র বেলাল হোসেন ও একই গ্রামের মোঃ জিয়াউল হোসেনের পুত্র মোঃ সাগর। তাদের গ্রেপ্তারের আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি মামলা করেন থানায়। মামলার বিবরণে প্রকাশ, ওই পোশাক শ্রমিক মেয়েটির গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। চট্টগ্রাম শহরের একটি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো। কাজের সূত্রে সে চট্টগ্রাম শহরেই থাকতো। ঘটনার দিন বিকেলে কারখানার ছুটি হলে চট্টগ্রা শহরের মধ্যে চলাচলকারী একটি মিনিবাসে উঠে বাসায় যাওয়ার জন্য। এক পর্যায়ে অল্প কিছুদুর এগিয়ে যাওয়ার পর বাসটির ঈঘ্জিেিন সমস্যা দেখা দেযার কথা বললে বাসের সকল যাত্রর সাথে মেয়েটি ও নেমে পড়ে। এ সময় অলংকার মোড় নামক স্থান থেকে তার পূর্ব পরিচিত এক মিনিবাস চালক আশরাফুল ইসলাম তার গাড়িতে তুলে তাকে সীতাকুন্ড উপজেলার দিকে নিয়ে আসে। এ সময় বাসের চালক ও সহকারি কৌশলগত ভাবে সীতাকুন্ড এলাকার একটি জুট মিলের সামনে বাসের সব যাত্রীদের নামিয়ে মিয়ে দিয়ে তারা তাকে বাসের মধ্যে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর রাতে তাকে সীতাকুন্ড নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসে। এ সময় চাকরি সূত্রে ওই মেয়েটি পূর্ব পরিচিত রায়হান উদ্দিন নামে একজনের কাছে ফোনে সাহায্য চায়। রাতে রায়হান তার সঙ্গী হিসেবে আরো কয়েকজন কে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে উদ্ধার কওে মীরসরাই উপজেলার ১৬নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী বেড়িবাঁধ এলাকাস্থ নির্জজন স্থানে নিয়ে গিয়ে জোর পূর্বক সবাই মিলে আবার ও তাকে ধষণ করে এবং তার কাছে থাকা মোবাইল ফোন এবং টাকা-পয়সা যাহা ছিলো সব-ই কেড়ে নেয়। ধর্ষণকারির চলে যাওয়ার পর সকালে স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় সীতাকুন্ড থানায় গিয়ে পুলিশের সহযোগীতা চাইলে তারা তাকে মীরসরাই থানায় পাঠায়। এ ঘটনায় ওই দিন রাতে ভূক্তভোগী ওই মেয়েটি নিজে বাদী হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান দৈনিক দিনকাল’কে জানান, মামলার পর মীরসরাই ও সীতাককুন্ড এলাকায় অভিযান চালিয়ে দু’টি মিনিবাস জব্দ সহ অভিযুক্ত ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি আরো জানান, এ ঘটনারর সাথে জড়িত আরো কয়েক জনকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |