আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৯
এম, এ কাশেম, চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে সন্তান প্রসবের ৬ দিনের মাথায় ট্রেনে কাটা পড়ে পারভিন আক্তার (৪৮) নামের এক মানসিক ভারসাম্যহীন মায়ের মৃত্যুও সংবাদ পাওয়া গেছে। গতকাল সোমবার (২৫এপ্রিল) সকালে মীরসরাই সদর রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লাইনে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহতা পারভিন আক্তার মীরসরাই পৌরসভার ৮ নং ওয়ার্ডের তারাকাটিয়া গ্রাম এলাকার নওশা মিয়া সওদাগরের বাড়ির অটোরিক্সা চালক মহিউদ্দিনের স্ত্রী বলে সূত্র নিশ্চিত করেছে। নিহতা মা’ সাবরিন আক্তার জেনি (১৩), মাইন উদ্দিন আলবী (৭) এবং ৬ দিন বয়সী সাবিহা তাছনিম নামে তিন সন্তান কে সুন্দর মায়াময় এ পৃথিবীতে ফেলে রেখে তিনি কেনো যে ইচ্ছে/অন-ইচ্ছের দোলাচলে ট্রেনের নিচে কাটা পড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের বাসিন্দা হতে গেলেন তা কারো বোধগম্য হচ্ছেনা। নিহতা পারভিনের স্বামী মহিউদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান্, ৬ দিন আগে আমাদের সংসারে একটি কন্যা সন্তান উপহার দেয় সে। রোববার রাতে তার নাম রাখা হয়েছে। তিনি আরো জানান্, গত কয়েকদিন ধরে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, খুব সুন্দর ভাবে চলছিলো আমাদের সংসার। কিন্তু, কী করে এমন হলো তা বুঝতে পারছি না। তিনি বলেন, অসুস্থ হওয়ার পর থেকে প্রায় সময় সে বলতো আমি মরে যাবো। গতকাল রাতে আমাদের ছোট মেয়ের নাম রাখা হয়েছে। আমার শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজনরা এসেছিলো, সবাই মিলে ভোর রাতে সাহরী খেয়েছি। কিন্তু, কখন যে সে ঘর/বাড়ি থেকে বের হয়ে প্রায় ২ কিলোমিটার দূরে চলে গেছে তা বুঝতে পারছি না। আমি আমার অবুঝ শিশুদের কী করে সান্ত¡না দেবো ভাষা খুঁজে পাচ্ছি না বলে তিনি অঝোরে কাঁদতে থাকেন। মাত্র ৬ দিন বয়সী শিশু সাবিহা তাছনিম শুধু কান্না করছে। সে কিছু-ই বুজে উঠতে পারছেনা। তবে,নাঁড়ির টান বলে কথা! বড় দুই সন্তান ও মা মা করে কান্না করছে। তাদেরকে সান্তনা দিতে গিয়ে ও পারছেন না তাদের বাবা এবং অন্যান্যরা। কী বলে সান্তনা দেবেন তার ভাষা হারিয়ে ফেলেছেন স্বামী মহি উদ্দিন। ওই বাড়ির একাধিক মহিলার সাথে কথা বলে জানা গেছে, তাদের স্বামী-স্ত্রী মধ্যে বা বাড়ির কোনো মহিলার সাথে ও কোনদিন পারভিনের ঝগড়াঝাটি হয়নি। খুবই ধার্মিক মহিলা ছিলেন তিনি। সাংবাদিকরা ওই বাড়িতে গিয়ে দেখতে পান্, চারদিকে শুধু আহাজারি আর আহাজারি। সোমবার রাত ৯ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মীরসরাই সদর রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লাইনে অজ্ঞাত ট্রেনের নিচে কাটা পড়ে দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া এক মহিলার লাশ দেখা যায়। পরে জানা যায় যে, ট্রেনে কাটা পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে যাওয়া দেহটি উক্ত মহি উদ্দিনের স্ত্রী পারভিন এর। এক পর্যায়ে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্ত শেষে বিস্তারীত পরিচয় নিশ্চিত হয়ে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |