আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৮
এম, এ কাশেম চট্টগ্রাম ঃ উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ব্যাপক সু’নাম অর্জন করা সামাজিক ও সেচ্ছাসেবী সংস্থা ‘শান্তি নীড়’ বরাবরের মতো এবার ও উপজেলার বিভিন্ন বিদ্যঅলয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে সু’নাম’র দৌড়ে আরো একটু এগিয়ে গেলো! উক্ত স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়ন সংস্থা ‘শান্তি নীড়’র ১৩তম শিক্ষোন্নয়ন বৃত্তির সনদ ও পুরষ্কার বিতরণ গত শুক্রবার (১৮ মার্চ) বিকালে মীরসরাই কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই ইকোনমিক জোন-১ এর ব্যবস্থাপনা পরিচালক আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আবদুল কাইয়ুম নিজামী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দীন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, নিজামপুর কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন, মীরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মীরসরাই সমিতি ইউএই এর সাবেক সভাপতি মোঃ নুরুল আলম, ‘শান্তি নীড়’র উপদেষ্ঠা মির্জা জসীম উদ্দিন, উপাধ্যক্ষ নাসির উদ্দিন, প্রভাষক জসিম উদ্দিন, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র দাশের স্বাগত বক্তব্যের পর কৃতি শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী নাফিসা তাবাচ্ছুম। এ সময় ১৩তম ‘শান্তি নীড়’ শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ১ম থেকে ১০ম শ্রেনীর ১৩৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে সনদ, ক্রেষ্ট, নগদ প্রাইজ বন্ড ও শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। এ ছাড়া ও ‘শান্তি নীড়’র প্রতি বছরের ধারাবাহিকতায় ২০১৯ সালে মোঃ ইয়াছিন শরীফ, ২০২০ সালে মোহাম্মদ আরিফ এবং ২০২১ সালে মোঃ আজিম উদ্দিনকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ক্রেস্ট ও প্রদান করা হয়। এতে ‘শান্তি নীড়’র পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, শিক্ষা সম্পাদক মোঃ মনজুর হোসাইন, দুস্থ ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, প্রবাসী সম্পাদক আরিফ মঈন উদ্দিন, কার্য নির্বাহি সদস্য শাহীনুল ইসলাম রুমেল, পৃষ্ঠপোষক সদস্য ফয়সাল ভূইয়া এবং সদস্য আবু বক্কর রিশাত, ইসমাঈল হোসেন খোকন, মোহাম্মদ আবু সাঈদ, ফাহাদ বিন মহিব, ইমাম হোসেন, মাহমুদ হৃদয়, সরোয়ার মাহবুব রাব্বী, শাখাওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০০৭ সাল থেকে ‘শান্তি নীড়’ শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম টানা ১৩বছর অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন করে আসছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |