আজ মঙ্গলবার | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৪ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫২
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিলো দলীয় গঠনতন্ত্র মোতাবেক ৩ মাসে জন্য। কিন্তু সেই ৩ মাসের স্থলে এখন ১৩ মাসের ও বেশী সময় পার হয়ে গেলে ও আহ্বায়ক কমিটি উপজেলা কমিটি গঠনকল্পে সম্মেলন তো দূরের কথা এখনো কমিটির সবাই এক হয়ে একটা মিছিল-মিটিং ও করে দেখাতে পারেনি! আহবায়ক কমিটি উপজেলা কমিটি গঠন করা তো দূরে থাক্ এখন পর্যন্ত উপজেলার ১৬টি ইউনিয়ন বা ইউনিয়নের আওতাধীন ওয়ার্ড কমিটি গুলো ও যথাযথ ভাবে গঠন করিয়ে দিতে পারেনি!! অভিযোগ রয়েছে-চট্টগ্রাম উত্তর জেলা এবং মীরসরাই উপজেলায় বিবদমান দু’টি গ্রুপিং কমিটি থেকে আহবায়ক ও সদস্য সচিব সহ অপরাপরদের দিয়ে কমিটি গঠিত হলে ও বর্তমানে ওই অবস্থা দেখা দিয়েছে! তবে, দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা এবং তার। ণমূল পর্যায়ের সাধারণ নেতাকর্মীদের আশা ছিলো একক ভাবে না করে উভয় গ্রুপ থেকে নেতাদের নিয়ে কমিটি গঠন করায় মীরসরাই উপজেলা বিএনপি শক্তিশালী রুপ ধারণ করবে। কিন্তু না, তাদের সে আশায় গুড়ে বালি! আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী (নুরুল আমিন গ্রুপ, এবং কি তিনি নিজে ও একটি গ্রুপের নের্তৃত্ব দিয়ে যাচ্ছেন) ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন (নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপ) দু’জন দু’দিকে অবস্থানে থেকে পৃথক পৃথক ভাবে কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কারনে দলের সাধারণ নেতা-কর্মীরা দিকভ্রান্ত। আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী মাসের অধিক সময় মীরসরাইয়ের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরে বেড়িয়ে দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দলের অনেকেই জানিয়েছেন। অপর দিকে সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও বিভিন্ন ভাবে দলীয়ভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে ও শোনা যায়। তবে, আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরীর সাথে একত্রে না থেকে পৃথক ভাবে তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। কিন্তু মীরসরাই বিএনপি’র আহবায়ক কমিটিতে থাকা বাকীরা থাকেন প্রায় নিরুদ্দেশ! মীরসরাই উপজেলা বিএনপির লাটবহর আহবায়ক কমিটিতে থাকা যুগ্ম আহ্বায়করা কে, কোথায় থাকেন তা দলের অনেকেই জানেন না! তবে, সূত্র মতে, যুগ্ম আহ্বায়কদের মধ্যে অনেকেই মাসের পর মাস ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে ব্যবসা-বানিজ্য এবং কেউ কেউ চাকুরী নিয়ে ব্যস্ত সময় পার করে যাচ্ছেন! অথচ, তারা গুরুত্বপূর্ণ একটা পদ কেনো যে ধরে রেখেছেন এর সদোউত্তর জানা নেই কারো কাছে। মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন’র মধ্যে যে কয়টি ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে তাও বিতর্কিত। ওই সব ইউনিয়ন গুলোর কয়েকটিতে এমন ব্যাক্তিদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে যাদের কে দলের অধিকাংশ সাধারণ নেতা-কর্মীরা চিনে ও না বলে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন দল নিবেদিত প্রাণ নেতা-কর্মী। আবার অনেকেই মনে করেন, মুল উপজেলা কমিটি নিস্কৃয় যেখানে, সেখানে ইউনিয়ন/ ওয়ার্ড কমিটির কথা বলতে লজ্জা লাগার- ই কথা। মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি (৩ মাসের জন্য গঠিত হলে ও বছর পার হয়ে গেছে অনেক আগে!)’র আহ্বায়ক কে প্রায়শ: ই দেখা যায়/যাচ্ছে এবং সদস্য সচিব ও আছে কোনো রকম! কিন্তু, লাটবহর কমিটির যুগ্ম আহবায়করা থাকেন কোথায়? তারা কেনো আহবায়ক ও সদস্য সচিব এর মতো কোনো না কোনো ভাবে ভুমিকায় নেই?
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |