আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৩
এম, এ কাশেম \ চট্টগ্রামঃ চট্টগ্রামের মীরসরাই, ফটিকছড়ি ও কক্রবাজারের মহেশখালীতে প্রছন্ড বজ্রপাতে পিতা-পুত্র ও নারী সহ ৫ জন হতাহত হয়েছেন।
বিস্তারীত: মীরসরাই উপজেরার ১৬নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় বাবার সাথে মাঠে কাজ করারতাবস্থায় প্রছন্ড বজ্রপাতে সাজ্জাদ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ সময় তার বাবা গুরুতর: আহত হয়েছে বলে পাওয়া খবরে জানা গেছে। সূত্রে পাওয়া সংবাদে জানা গেছে- রবিবার (৬জুন) সকাল সাড়ে ১০টার দিকে মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রাম এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিরা জানান্। ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি জনমনে চরম আতংক ও দেখা দিয়েছে।
ফটিকছড়ি: এক-ই দিন রবিবার (৬ জুন) সকাল ৮টার দিকে ৮নং মানিকপুর ওয়ার্ডের ডলুরপাড়া এলাকায় এ অনুরুপ ঘটনায় ঘটে। এতে ঘটনাস্থলেই যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪২) ও বাণেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৭) নিহত হয়। এ সময় মালতী দাশ (৫১) ও শোভা রানি দে (৪৬) আহত হন বলে স্থানীয় সূত্র রিশ্চিত করেছেন। তারা সকলেই একই এলাকার বলে জানিয়েছেন স্থানীয় কাঞ্চননগর ইউনিয়নের জনৈক ইউপি সদস্য।
মহেশখালী: শনিবার (৫ জুন) দিনগত গভীর রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নে প্রছন্ড বজ্রপাতের ঘটনায় এনামুল হক (৩৮) নামে ১জন নিহত হয়েছেন। তিনি স্থানীয় ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামের আবদুর রহিমের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন। ঘটনায় এখানে আহত য়েছেন আর ও ১জন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |