আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩২
এম, এ কাশেম : ‘করোনা’ ভাইরাস’র মতো মীরসরাইতে ‘হেল্প সেল’ নামক কমিটি নিয়ে ও একটি ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। এমনিতে মীরসরাই বিএনপি গ্রুপিং-দ্বন্দে একেবারেই বিপর্যস্ত। তার ওপর এখন আবার বিএরনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’ নির্দেশিত ‘হেল্প সেল’ নামক কমিটি নিয়ে ও সেই গ্রুপিং-দ্বন্দ থেমে থাকছেনা! ইতিমধ্যে জানা গেলো-চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খোন্দকার মীরসরাই বিএনপি’র আহবায়ক নুরুল আমিন কে ওই ‘হেল্প সেল’র আহবায়ক ও সদস্য সচিব সালাহ্ উদ্দিন চেযারম্যান কে সদস্য সচিব করে একটি কমিটি কর দিয়েছিলেন। যদি ও বা তাদের দু’জন (নুরুল আমিন ও সালাহ্ উদ্দিন চেয়ারম্যান) কে মীরসরাই বিএনপি’র সাবেক বা বর্তমান কোনোটি বলার অবকাশ নেই। কারন, যে কোনো রাজনৈতিক দলের আহবায়ক কমিটি করা হয ৩মাস মেয়াদী। তবে, যে কোনো কারন বশত: তা সামান্য দিনোক্ষন বাড়ানো ও যায় বা যেতে ও পারে। কিন্তু, বছরের পর বছর মীরসরাই বিএনপি সেই আহবায়ক কমিটিতে পড়ে থাকার কারণে তাদের কে সাবেক বা বর্তমান বলার অবকাশ না থাকার কথা শোভনীয়। দীর্ঘ দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর দলের কেন্দ্রীয় কোনো কর্মসূচি তাদের নের্তৃত্বে মীরসরাইতে পালন করা হয়েছে বলে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেনা বলে ও জানান্ দিয়েছে ত্যাগী অনেক দলীয় নেতা-কর্মী । আর বর্তমান ‘করোনা’ ভাইরাস’র সময়ে একেবারে বে-কায়দায় পড়ে থাকা দলীয় সাধারন নেতা-কর্মী এবং সমর্থকদের দুঃখ-দুর্দশার কথা স্মরণে রেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ নির্দেশিত ‘করোনা’ কালিন সময়ে বিএনপি’র ‘হেল্প সেল’ নামক একটি সাহার্য-সহযোগীতার সংস্থা সৃষ্টি করে তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার জন্য দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে জেলা ও থানা/উপজেলায় দায়িত্বে থাকা সকল নেতাদের নির্দেশ দিয়েছেন। সারা দেশের মতো উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ও ওই রকম ‘হেল্প সেল’র একটি কমিটি গঠন করে দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খোন্দকার। অবশ্য, তিনি কোনো বাদ-বিচার ছাড়াই উক্ত কমিটি গঠন করার পর থেকে মীরসরাইয়ের সর্বোত্র নানবিধ: প্রশ্নের ও সৃষ্টি করে দিয়েছেন। কারন হিসেবে দলের অগনিত সাধারণ নেতা-কর্মীরা বলছেন, যারা অতিত সময়ে মীরসরাইতে দলীয় কোনো কর্মসূচি পালন করতে পারেননি এবং দলের কোন্ নেতা-কর্মী কি অবস্থায় দিন-রজনী পার করে যাচ্ছেন তার বিন্দুমাত্র খবর ও নিতে পারেন নি তাদের কে আবার নতুন করে ‘হেল্প সেল’র দায়িত্ব দেয়াটা গোলাম আকবর খোন্দকারের জন্য ঠিক্ হয়নি। এ দিকে মীরসরাইতে বছরের পর বছর যেখানে গ্রুপিং-দ্বন্দে দলটিকে একেবারেই বিপর্যময় করে রেখেছে কতিপয় নেতা নামধারীরা সেখানে আবার আরো একটি ‘হেল্প সেল’ নামক কমিটি ও নাকী গঠন করা হয়েছে! বিশ্বস্থ একটি সূত্রের বরাতে জানা গেলো- এবার মীরসরাই উপজেলা পরিষদের বিএনপি দলীয় সাবেক চেযারম্যান নুরুল আমিন কে আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ কে সদস্য সচিব করে আরেকটি ‘হেল্প সেল’ কমিটি করা হয়েছে। আগের কমিটি (নুরুল আমিন-সালাহ উদ্দিন চেয়ারম্যান) যদি ও বা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র বর্তমান আহবায়ক গোলাম আকবর খোন্দকারের করা কিন্তু এর পরের (নুরুল আমিন চেযারম্যান-মাঈন উদ্দিন মাহমুদ) কমিটি কে করেছে তা এ রিপোর্ট লেখার পূর্ব মুহুত্ব পর্যন্ত এর বিস্তারীত আর কিছু জানা যায়নি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |