আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৪
এম, এ কাশেম \ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতে বর্তমানে গ্রæপিংয়ের রশি টানাটানিতে দলটির বেহাল অবস্থা! দলের কেউ কেউ বলে যাচ্ছেন-দুই আমিন এর গ্রæপিংয়ে দলের ত্রাহী অবস্থা! আবার কেউ কেউ বলছেন প্রফেসর কামাল চৌধূরী পক্ষিয় একটি অংশ, আবার কেউ এমন ও বলছেন-মনিরুল ইসলাম ইউসুফ ও শাহিদুল ইসলাম চৌধূরী এবং আরেকটি অংশ জেড, এ খানের পক্ষিয় হয়ে নোংরা গ্রæপিংয়ের রশি টানাটানিতে মত্ত থেকে দলটি কে বিপর্যস্থতার দিকে ধাবিত করছে। দলটির নিবেদিত প্রাণ একাধিক নের্তৃস্থানীয়রা বলেন, জানি না কার কথা, কতোটুকু সত্য।
তবে, আমাদের মতে দুই আমিন, তিন আমিন বা অন্য কেউ-ই বুজে রাখা কারো জন্য সমিচীন নয়। এমন কি আমরা বুজি বাট সবাই কে বুজে রাখার অনুরোধ জানাই-শুধু ‘শহীদ জিয়া’র আদর্শবাহী বিএনপি কে বুজতে হবে। আর সেই বিএনপি’র কর্ণধার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া’র সহধর্মীনি, বর্তমান দলের চেয়ারপার্সন দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং তাদের সু’যোগ্য উত্তরসূরি দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের আইকন/প্রদীপ তারেক রহমানের নের্তৃত্বাধিন পরিচালিত বিএনপি’র পতাকা তলে না থেকে গ্রæপিংয়ে যে বা যারা মত্ত রয়েছে এবং থাকবে ও তাদেরকে সবাই বয়কট করতে হবে।
দল নিবেদিত উক্ত নেতারা অনুরোধ জানিয়ে বলেন, দল প্রিয় সহযোদ্ধা ভাই/বন্ধুরা আর এতে আপনাকে/আপনাদের ও শরিক হওয়ার কোনো বিকল্প নেই। যারা এর বাইরে যাবে বা থাকবে তাদের কি করতে হয় তা ভাবনায় রাখুন সবাই। সময় মতো সে ভাবনা কাজে লাগিয়ে সত্যিকার ‘শহীদ জিয়া’ আদর্শের নেতা-কর্মী পরিচয় দিয়ে যেতে পারবেন নিশ্চয়-ই।
এ দিকে উক্ত সোংরা গ্রæপিয়ের কবলে পড়েছে মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা (মীরসরাই সদর ও বারইয়ারহাট) বিএনপি, যুব ও ছাত্রদল সহ অপরাপর অঙ্গ ও সহযোগী সংগঠন গুলো ও! অতিত থেকে যদি ও বা মীসরাই বিএনপি’র রাজনীতিতে গ্রæপিং চলে আসছে কিন্তু, বর্তমানের মতো এমন নোংরামিতে ঠাসা অবস্থা অতিতের
কোনো সময় ছিলো বলে দলের একাধিক প্রবীণ নেতা এ প্রতিবেদক কে জানিয়েছেন।
বর্তমান আওয়ামীলীগ সরকারের দীর্ঘ শাষনামলের প্রথম প্রথম যদি ও বা খুটিনাটি যৎ সামন্য হলে ও করা হতো কিন্তু দীর্ঘ বছরের পর বছর যাবত দলের কেন্দ্র ঘোষিত কোনো ধরণের কর্মসূচি-ই এই মীরসরাইতে পালন করা হয়েছে এমন কথা কেউ-ই জোর গলায় বলতে পারবেনা বলে প্রবীণ ওসব নেতাদের মন্তব্যে উঠে এসেছে। দীর্ঘ বছরের পর বছর যাবত এমনোতর: গ্রæপিং রাজনীতির দশাসই অবস্থায় যখন অতিত সময়ের সু’নামধন্য ও ব্যাপক পরিচিতি অর্জন করা বিএনপি’র শক্তিশালী ঘাঁটি খ্যাত উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি নোংরা গ্রæপি য়ের কবলে পড়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে বিএনপি’র রাজনীতি তখন অতি সম্প্রতি গ্রæপিং রাজনীতির অবসান ঘটানো কল্পে দু’গ্রæপিয় নেতা মীরসরাই বিএনপি’র সাবেক সভাপতি নুরুল আমিন ও সাবেক সাদারন সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান এর দু’জন কে দিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করে দেয়া হয়।
উক্ত আহবায়ক কমিটির আহবায়ক করা হয় মীরসরাই বিএনপি’র সাবেক সভাপতি নুরুল আমিন’র পক্ষিয় শাহিদুল ইসলাম চৌধূরীকে। আর সদস্য সচিব করা হয় মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান পক্ষিয় হাজি নিজাম উদ্দিনকে। দলের গঠনতন্ত্র মোতাবেক ৩ মাসের জন্য গঠনকৃত উক্ত আহবায়ক
কমিটির মেযাদ ইতিমধ্যে ২মাস পূর্নতা লাভ করার প্রাক্কালে ও গ্রæপিংয়ের অবসান না ঘটায় র্তণমূল পর্যায়ের সাধারণ নেতা- কর্মীরা বলতে গেল একেবারেই হতাশ। এর ফাঁকে উক্ত আহবায়ক কমিটির নিদ্বারিত মেয়াদ যখন যায় যায় পর্যায়ে তখন তারা ১৬টি ইউনিয়নে
কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। আর যার নীরিখে ইতিমধ্যে ২টি ইউনিয়ন (২নং হিঙ্গুলী ও ৩নং জোরারগঞ্জ) এর আহবায়ক কমিটি ঘোষণা করেন।এতে একটি অংশ উক্ত কমিটি সঠিক্ধসঢ়; হয়নি বলে এর বিরোধিতা করতে ও দ্বিধাবোধ করছেন না। স্বয়ং উক্ত ইউনিয়ন গুলোর আহবায়ক কমিটিতে যারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে সিনিয়রিটি ও জুনিয়রিটি ও মানা হয়নি বলে অভিযোগ করেছেন। আর এ ভাবে-ই যদি বাকী ইউনিয়ন গুলোতে আহবায়ক কমিটি করা হয় তাহলে দলের মধ্যে আরো ব্যাপক বৃৎশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলটির নিবেদিত প্রাণ একাধিক নেতা-কর্মী মনে করেন। যার কারনে মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ও এক প্রকার বিব্রতবোধ করছেন বলে একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে।
তার পর ও দায়িত্ব প্রাপ্ত উক্ত মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি দলের গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন কমিটি গুলো সম্পন্ন করে যেতে হবে বলে ও অনেকের মন্তব্য। আর দল কে যারা পূঙ্খানুপুঙ্খ রুপে ভােেলাবাসেন তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশিত এবং দলের কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদনকৃত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি কর্তৃক গঠন করা মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি (তারেক রহমানের জ্ঞাত:সারকৃত) কর্তৃক উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর আহবায়ক কমিটি গুলো যাতে করে সু’চারু রুপে গঠন করতে পারে সে জন্য বিরোধিতায় না নেমে সবার সহযোগীতা করে যাওয়া ও একান্ত অপরিহাহ্য বলে ও মনে করেন কেউ কেউ। কারন, কোনোক্রমেই দলের বিপর্যক ঘটুক্ধসঢ়; তা দল নিবেদিত কোনো নেতা-কর্মী-ই চাইতে পারেনা বলে ও মনে করের দল নিবেদিত রাজনৈতিক অভিজ্ঞনরা।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |