আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৬
সাড়ে তিন মাস পর জামিনে আজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগার থেকে বিকাল পৌনে ৪টার দিকে বের হন তিনি। জেল গেট থেকে মুক্তি পেয়েই সন্ধ্যা ৬ টায় চিরচেনা সেই চেয়ারপারসন এর কার্যালয়ে আসেন মির্জা ফখরুল । সেখানে মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এর পরে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারমেন তারেক রহমানের সাথে স্কাইপিতে সংযুক্ত হয়ে বিশেষ শুভেচ্ছা বিনিময় করেন । এই সময় তারেক রহমান মহাসচিবসহ সকলের সাস্থের খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন । এই বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ স্থানীয় সরকার বিষয় সম্পাদক শাম্মি আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব প্রকৌশলী এম এ মতিন খান, যুবদলের সহ সভাপতি রুহুল আমিন আঁকিল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শাহাদাত প্রমুখ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |