- প্রচ্ছদ
-
- খুলনা
- মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার:নড়াইল পুলিশ সুপার
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার:নড়াইল পুলিশ সুপার
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২০ ১:৩৬ অপরাহ্ণ
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ :-মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। বিদেশ থেকে রেমিটেন্সের ২৪০০০ হাজার টাকা নড়াইল বাংলাদেশ ভুল নাম্বারে পাঠালে বিষয়টি নড়াইল পুলিশ সুপারের নজরে এলে জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার এসআই সেলিম এর মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে ২৪০০০ হাজার টাকা উদ্ধার করে শনিবার ৩/১০/২০ইং সকালে সঠিক মালিক মোঃ সোহেল রানা পিতা মোহাম্মদ আলী মিয়া গ্রাম নিধি খোলা থানা ও জেলা নড়াইল কে বুঝিইয়ে দিলেন। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম ( বার)।
Please follow and like us:
20 20