আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৬
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ -মুজিব শতবর্ষ ও ইংরেজি নতুন বছর উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী শহরের আরাপপুর রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মীর দাউদ হোসেন, হাসপাতালটির পরিচালক মেহেদি হাসান বাপ্পী, তরিকুল ইসলাম, তোহিদুল ইসলাম মারুফ। পরে দিনভর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২ শতাধিক অসহায় দুস্থ রোগিদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদাণ করা হয়। চিকিৎসা সেবা প্রদাণ করেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা: ডি এম আকরাম হোসেন, অর্থোপেডিকস বিশেষজ্ঞ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: হাসান খালিদ, কিডনী ও সার্জারী বিশেষজ্ঞ ডা: আব্দুল্লাহ আল-সাজ্জাদ রহিমী। চিকিৎসা শেষে রোগিদের বিনামুল্যে ঔষধ প্রদাণ করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |