আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:০১
মুন্সীগঞ্জ:-মুন্সীগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তার ও আলুর বস্তা পরিবহন নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক মারা গেছেন। আজ ভোর সোয়া ৪টার দিকে উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জুয়েল ফকির। সে ওই গ্রামের হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। জুয়েল পেশায় একজন ফুচকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে তিনি আলু পরিবহনের কাজ করতেন বলে তার স্বজনরা জানিয়েছে।
এ ঘটনায় নান্নু হাজী নামের একজনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে ফকিরকান্দি গ্রামে মন্টু ও হারুনের দলের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় আলুর জমিতে প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুনের দলের জুয়েল নিহত হন। ফের সহিংসতা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটানায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |