আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৯
মুন্সীগঞ্জ শ্রীনগরে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার দেউলভোগে শ্রী শ্রী সার্বজনীন কালি মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক এর সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব তাপস কুমার দাস এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মীর সপু বলেছেন ,একটি মহল কল্পিত সাম্প্রদায়িক হামলা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুরের কল্পিত কাহিনী দেশে-বিদেশে প্রচার করছে।বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ভূখণ্ডে বসবাস করছি, এখানে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই। যারা সংখ্যালঘুদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মন্দির কমিটির সভাপতি কাজল দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তপন রাজবংশী প্রমুখ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |