আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২৪
ডেক্স রিপোর্ট ঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর গ্রামের প্রবীন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির লাভলু শিকদার (৭৬) কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার এর মাধ্যমে দাফন করা হয়েছে। দীর্ঘ দিন যাবত তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন, রবিবার রাত ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুণী এই মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতা যুদ্ধে দেশের বিভিন্ন স্থানে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি রাজনৈতিক ও সমাজ সেবক হিসেবেও বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গুণী এই প্রবীণ রাজনীতিবিদ মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য কবির হালদার গভীর শোক প্রকাশ করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |