আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৫
ডেস্ক : মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারে জড়িত থাকার দায়ে এক বাংলাদেশিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বিষয়টি জানিয়েছে।
মোক্তার হোসেন নামে ওই বাংলাদেশি এক সময় মেক্সিকোর মন্টেরিতে থাকতেন। সেখান থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
আদালতে তিনি স্বীকার করেন যে, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ এর আগস্ট পর্যন্ত অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন।
এর জন্য মন্টেরিতে তিনি একটি হোটেলের ব্যবস্থাও রেখেছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রগামী অভিবাসন প্রত্যাশীরা আশ্রয় নিত।
৩১ বছর বয়সী মোক্তার ২০১৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হন। গত বছর আগস্টে তিনি আদালতে দোষ স্বীকার করে নেন। চলতি বছরের ৭ জানুয়ারি তার সাজার রায় হয়।
যুক্তরাষ্ট্রের ক্রিমিনাল ডিভিশনের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ডেভিড পি বার্নস বলেন, আসামি একটি সংগঠিত চোরাচালান নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাইত, তাদের তিনি শিকার বানাতেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |