আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৯
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ বন্ধুর জন্মদিন পালন করার নাম করে অপর বন্ধুকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা চেষ্টাকারী জামিল হোসেনকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। আটক জামিল হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার পুলিশে (বর্তমানে র্যাবে) কর্মরত জাহাঙ্গীর হোসেনের ছেলে। এঘটনায় আহত মুন্নার মা বাদি হয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাংনী থানার ওসি বজলুর রহমান এ তথ্য নিশ্চত করেছেন। ওসি বজলুর রহমান জানান, মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার কুয়েত প্রবাসী আবুল কালামের ছেলে, কলেজ ছাত্র মুন্নাকে গাংনী অরেক বন্ধু ফাহিম হোসেনের জন্মদিন পালন করার নাম করে, তার অপর বন্ধু জামিল হোসেন মোবাইল ফোনে ডেকে নেয়। মুন্না গাংনী শহরে আসার সাথে সাথে পূর্ব পরিকল্পনামত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নির্জন কক্ষে নিয়ে যায়। মুন্নাকে বলে আমরা নির্জন কক্ষে সব আয়োজন করে ফাহিমকে সারপ্রাইজ দেবো। নির্জন কক্ষে নিয়ে গিয়েই মাথায় আঘাত করে। পরে তাকে গলায় রশি পেছিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত এক নার্স তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার হাসপাতালে ভর্তি করেন। আহত মুন্না মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার কুয়েত প্রবাসী আবুল কালামের ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। বুধবার (৪ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক আটটার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনের একটি নির্জন কক্ষে এ ঘটনাটি ঘটে। আহত মুন্না জানিয়েছেন, তার বন্ধু গাংনী উত্তরপাড়া এলাকার পল্লি বিদ্যুতের লাইনম্যান জিতাউলের ছেলে ফাহিম হোসেনের জন্মদিন পালন করতে এসেছিলেন। অপর বন্ধু বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার পুলিশে (বর্তমানে) র্যাবকর্মরত জাহাঙ্গীর হোসেনের ছেলে জামিল হোসেন গাংনী হাসপাতাল ক্যাম্পের নির্জন এলাকার একটি পরিত্যাক্ত ভবনের কক্ষে নিয়ে যায়। এখানে কেটে ফাহিমকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে। ওই নির্জন কক্ষে যাওয়ায় সাথে সাথে মুন্নার মাথায় ইট দিয়ে আহত করে হাত পা ও মুখ বেঁধে ফেলে জামিল হোসেন। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় ওই এলাকায় মানুষের আওয়াজ শুনে ওই দূর্বৃত্ত (জামিল হোসেন)পালিয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে উদ্ধারকারী গাংনী হাসপাতালের একজন সেবিকা জানান, হাসপাতালের ডিউটি শেষে আমার স্বামীসহ ওই এলাকা দিয়ে বাসায় ফিরছিলাম। হঠাৎ পরিত্যাক্ত ভবনের একটি কক্ষে তালা ভাঙ্গা এবং ধস্তাধস্তির শব্দ ভেসে আসায় আমরা দুজনে চিৎকার শুরু করি। হঠাৎ গলায় রশি পেঁচানো এবং হাত ও পায়ে জানালার পর্দার ছেঁড়া কাপড় দিয়ে বাঁধা অবস্থায় যুবককে দেখতে পাই। সাথে সাথে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিই। সেখানেই তার গলার ফাঁস ও হাত পায়ে বাঁধা কাপড় কেটে দিই। গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশের একটি টিম মুন্নার ওই বন্ধুকে অভিযান চালিয়ে আটক করে। ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেহ্মিতে আইনগত ব্যাবস্থার প্রক্রিয়া নেওয়া হবে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |