আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:০৮
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ ইয়াবা ও হেরোইন রাখার অপরাধে রাজিব হাসান ও ইসরাফিল নামের দুই যুবককে তিন মাসের কারাদন্ড এবং উভয়ের ৫শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদাল। মঙ্গলবার (১৩ জুলাই) সকালের দিকে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাজিব ও ইসরাফিল কে কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান।
রাজিব হাসান মেহেরপুর শহরের বেড় পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এবং ইসরাফিল মেহেরপুর শহরের নতুন পাড়ার নুরুল ইসলামের ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে শহরের বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজীব ও ইসরাফিলকে গ্রেফতার করে। ওই সময় রাজীবের কাছে থেকে ৩ পিস ইয়াবা এবং ইসরাফিলের কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |