- প্রচ্ছদ
-
- খুলনা
- মেহেরপুরে করোনা আক্রান্তে আরও এক জনের মৃত্যু
মেহেরপুরে করোনা আক্রান্তে আরও এক জনের মৃত্যু
প্রকাশ: ১৮ জুন, ২০২১ ৬:২৪ অপরাহ্ণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বিচার আলী (৭০) নামের আরও এক রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিচার আলী গাংনী উপজেলার হুগোলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মকলেছুর রহমান পলাশ জানান, বিচার আলী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হল।
Please follow and like us:
20 20