আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৩
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেপুরের গাংনীতে মসজিদ,মন্দির ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ৫লক্ষ ৬০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা নিবার্হী অফিসের কার্যালয় থেকে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ১ লক্ষ ৫৫ হাজার টাকার অনু্দানের চেক বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৭৪ মেহেরপু-২(গাংনী)আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ধর্ম মন্ত্রণালয়ের চেকগুলো বিতরণ করেন,ধর্ম মন্ত্রণালয়ের চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম। এ কর্মসূচির আওতায় ঢেপা পূর্বপাড়া মসজিদ ৭০ হাজার টাকা, জুগিন্দা জামে মসজিদ ২৫ হাজার টাকা, তেরাইল জোয়ার্দার পাড়া মসজিদ ৪০ হাজার টাকা ও গাংনী উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ২০ টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়। পরে দুপুরে মাননীয় সংসদ সদস্যের নিজ বাসভবন থেকে উপজেলার বিভিন্ন গ্রামের ১৩ জন অসুস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে ৪ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এ অনুদানের চেক পেয়ে অসুস্থ অসহায় দরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেন সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন। এসময় এমপি’র এম্বাসেডর সবুজ আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, সহকারী মুক্তারুল ইসলাম, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |