- প্রচ্ছদ
-
- খুলনা
- মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-২
প্রকাশ: ২৮ জুন, ২০২১ ২:২০ অপরাহ্ণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারের অদূরে রানার্স শোরুমের সামনে।
এ ঘটনায় ট্রাকের ড্রাইভার জিয়ারুল ইসলাম (৪০) ও হেলপার খেজমত আলী (৩৫) গুরুতর আহত হয়েছে। খেজমত আলীর বাম হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। জিয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বেড়পাড়া গ্রামের আমির আলীর ছেলে ও হেলপার একই উপজেলার আমঝুপি গ্রামের খেজমত আলী। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় আল ফালাহ ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে। পরে বামন্দি ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া বামন্দি পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালিভর্তি একটি ট্রাক (যার নং ঝিনাইদহ ট ১১-০৫৩১) বামন্দি রতন লালের বাড়ির সামনে পৌছায়। অপরদিকে বামন্দি পশুহাট থেকে আসা গরু বোঝাই একটি ট্রলি মেহেরপুর কুষ্টিয়া সড়কে আচমকা উঠে পড়ে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের সাথে ধাক্কা মারে এবং উল্টিয়ে যায়। এসময় একটি সাইকেল চালকও এ দূর্ঘটনার কবলে পড়ে। তবে সাইকেলটি ট্রাকের নিচে চাঁপা পড়লেও সুভাগ্যবশত সে অক্ষত অবস্থায় বেঁচে যায়।
এ ঘটনায় গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমানের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
Please follow and like us:
20 20