মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে হেরোইন বিক্রির প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে জখম করেছে হিরোইন কারবারি। রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের ঘোষ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষপাড়া এলাকার আখের আলীর দুই ছেলে পলাশ ও হাসান দীর্ঘদিন যাবৎ হিরোইনের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে প্রতিবেশী ফজলুল হকের ছেলে নয়ন প্রতিবাদ করায় সকালের দিকে, হাসান ও পলাশ সহ তাদের পরিবারের লোকজন নয়নের বাড়িতে হামলা চালায়। এসময় নয়নকে রড ও শাবল দিয়ে আঘাত করেন। এতে নয়ন আহত হয়ে। স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-দারার জানান, ঘটনা শুনেছি লিখত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।