আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের শৈলকুপায় বোপরোয়া ট্রাকের সাথে গুরুতর আহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল আবেদীন রনি। তিনি ইবির বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে তার এক পা ভেঙ্গে হাড় বেরিয়ে যায়। অবস্থা খারাপ হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। রণি ঢাকার সাভার এলাকার জয়নাল আবেদীনের ছেলে। প্রতক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে রনি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে ক্যাম্পাসের দিকে আসছিলেন। এ সময় মোবাইল ফোনে একটি কল আসলে রিসিভ করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুরত আহত হন। বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, আমরা বিভাগের পক্ষ থেকে রনির সার্বিক খোঁজখবর নিচ্ছি। তার পায়ের হাড় ভেঙ্গে দুই ভাগ হয়ে গেছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |