আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৩
মনির হোসেন জীবন- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯৮ কেজি অবৈধ গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা রাজ্জাক এবং তার একজন সহযোগী আফসারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, এ চক্রের মূলহোতা গোপালগঞ্জ জেলাী কাশিয়ানী থানাী
তারাইল গ্রামের মোঃ রফিকুল ইসলাম রমজান পুত্র আব্দুর রাজ্জাক (৩৫) এবং তার অন্যতম সহযোগী
কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার সমিতিপাড়া ১ নং ওর্য়াডের মোঃ নুরুল আলমের পুত্র
মোঃ আফসার (২৮)। এদের মধ্যে আফসার পেশায় একজন ট্রাকচালক।
আজ বুধবার সকালে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপারস্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এসব তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কাজলা এলাকায় গোপনে ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক (৩৫) এবং তার অন্যতম সহযোগী মোঃ আফসার (২৮)কে আটক করতে সক্ষম হয়।
ফারজানা হক জানান, এসময় ৯৮ কেজি নিষিদ্ধ গাজাঁ ভর্তি একটি মিনিট্রাক উদ্বার মূলে জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী আব্দুর রাজ্জাক একটি কুখ্যাত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা। এছাড়া অপর আসামী আফসার পেশায় একজন ট্রাকচালক হলেও মূলত সে রাজ্জাকের সাথে মাদক পরিবহনের কাজে অন্যতম ভূমিকা পালন করে আসছিল।
র্যাবের এ কর্মকর্তা জানান, এছাড়া তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পরের যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তারা ৯৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বিশাল চালান নিয়ে রাজধানীতে আসার পথে র্যাব-৩ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে আটক হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |