আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৩৯
এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ীতে ৬০ কেজি নিষিদ্ধ গাঁজা সহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় অবৈধ মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো – ন-২০-৬৪৩৪ নম্বরের একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আজ শনিবার র্যাব-৩ এর সহকারী পরিচালক (অপস্ ও ইন্ট শাখা) পুলিশ সুপার (এসপি) বীণা রানী দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মোমেন মিয়া (২৬), মোঃ খায়রুল ইসলাম (১৯) ও মোঃ মেহেদী হাসান (২১)। নেত্রকোনা ও জয়পুরহাট জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে।
এসপি বীণা রানী দাস জানান, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা ব্রাহ্মনবাড়ীয়া থেকে একটি পিকআপ যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এর একটি বড় চালান নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে আসছে। পরবর্তীতে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিশেষ অভিযান চালায়। র্যাব-৩ এর সহকারী পরিচালক আরও জানান, অভিযানকালে মোঃ মোমেন মিয়া (২৬), মোঃ খায়রুল ইসলাম (১৯) ও মোঃ মেহেদী হাসান (২১) তিন মাদককারবারিকে ঢাকা মেট্রো – ন-২০-৬৪৩৪ নম্বরের একটি পিকআপসহ আটক করে। পরে তাদের দেহ ওই পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ডালার ভিতর হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৬০ কেজি নিষিদ্ধ গাঁজা সহ গাড়িটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবের কাছে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকায় পিকআপ যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের সহ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:12 PM |
Magrib | 5:33 PM |
Isha | 6:52 PM |