আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:১২
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আলী আকবর খানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
শনিবার (১১ মার্চ ২০২৩ খ্রি.) ভোর ৪টায় গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম জানান, একজন মাদক কারবারি যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার বিশ্বরোড জামে মসজিদের সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর সময় ৪০ কেজি গাঁজাসহ আলী আকবরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আলী আকবর দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারির নিকট থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ ঘটনায় গ্রেফতারকৃত আলী আকবরের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।সূত্র:ডিএমপি
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |