আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১৮
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃশনিবার রাতে পেনসিলভেনিয়ার বৃহত্তম শহর ফিলাডেলফিয়া বন্দুক হামলার কয়েক ঘণ্টার মধ্যে দেশটির আরও দুই অঙ্গরাজ্য টেনেসি ও মিশিগানেও একই ধরনের হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন ৬ জন ও আহত হয়েছেন আরও ১৬ জন।
>>
>> ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিট এলাকায় শনিবার রাতে হামলা করেছিল কয়েকজন বন্দুকধারী। তাদের এলোপাথাড়ি গুলিতে সেখানে ঘটনাস্থলেই নিহত হন তিন জন ও আহত হন আরও ১২ জন।এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ফিলাডেলফিয়া হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যরাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেনেসির চাটানুগা শহরের একটি পানশালায় বন্দুক হামলা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৩ জন, আহত হয়েছেন আরও ৩৬ জন।তার কয়েক ঘণ্টা পর, রোববার ভোরের দিকে বন্দুক হামলা হয় দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের সাগিনাও শহরে। এতে নিহত হয়েছেন তিন জন ও আহত হয়েছেন ২ জন।
>>
>> তবে সাগিনাওয়ে সাধারণ বেসামরিক মানুষের ওপর হামলা ঘটেনি। পুলিশের বরাত দিয়ে মিশিগানভিত্তিক সংবাদমাধ্যম ডব্লিউইওয়াইআই টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ৫ জন বন্দুকধারীর নিজেদের মধ্যে গোলাগুলি করে সকলেই হতাহত হয়েছেন।
>>
>> ফিলাডেলফিয়া ও চাটানুগায় হামলাকারীদের এখনও গ্রেপ্তার করতে পারেনি মার্কিন পুলিশ।উন্নত বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র অনেক সহজলভ্য। এ কারণে দেশটিতে বন্দুক হামলার ঘটনাও অন্য যে কোনো দেশের চেয়ে বেশি।
>>
>> গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলায় ১৯ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। এছাড়া গত কয়েকদিনে হামলা হয়েছে নিউ ইয়র্কের বাফেলো, ওকলাহোমার তুলসা শহর ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।
>>
>> জনসমাগমপূর্ণ স্থানে বন্দুক হামলাকে যুক্তরাষ্ট্রে বলা হয় ‘মাস শুটিং’। যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের সংজ্ঞা অনুযায়ী, কোনো বন্দুকধারীর হামলায় যদি কমপক্ষে ৪ জন গুলিবিদ্ধ হন, তাহলেই তাকে ‘মাস শুটিং’ বলা যায়।
>>
>> সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ২৪০টি মাস শুটিংয়ের ঘটনা ঘটেছে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |