আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৩
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নতুন ইতিহাস রচিত হচ্ছে। ফৌজদারি অপরাধের মুখোমুখি হচ্ছেন প্রথমবার সাবেক একজন প্রেসিডেন্ট। এর আগে সেখানকার ইতিহাসে কোনো সাবেক প্রেসিডেন্টকে এভাবে আদালতে অপরাধীর মতো দাঁড়াতে হয়নি। পর্নো তারকা স্টর্মি ডানিয়েলসকে অর্থ দিয়ে তার মুখ বন্ধ করা এবং সে বিষয়ে মিথ্যা বলার কারণে গত সপ্তাহে তাকে অভিযুক্ত করেছে ম্যানহাটানের গ্রান্ড জুরি। সেই অভিযোগে মঙ্গলবার তিনি নিউ ইয়র্কে আদালতের সামনে দাঁড়াচ্ছেন। এ সময় ডিস্ট্রিক্ট এটর্নির অফিসে তাকে নিয়ে যাওয়ার কথা সিক্রেট সার্ভিসের। একই ভবনে অবস্থিত কোর্ট হাউজ। ডনাল্ড ট্রাম্পকে তদন্তকারীরা প্রশ্ন করবেন। এ সময়ে তার আঙ্গুলের ছাপ নেয়া হবে। সাধারণত অপরাধীর মাগশট নেয়া হয় এ সময়ে।
মাগশট হলো কোনো অপরাধী যখন আদালতে দাঁড়ান, তখন তার পাসপোর্ট আকৃতির ছবি তোলা হয়। তবে ট্রাম্পের ক্ষেত্রে তা করা হবে এমনটা নিশ্চিত নয়। কারণ, তিনি সুপরিচিত। এসব ছবি কোনোভাবে মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া নিয়েও উদ্বিগ্ন কর্তৃপক্ষ। যদি এভাবে ছবি ফাঁস হয় তাহলে তাতে আইন লংঘন হবে। সাধারণত যখন কোনো বিবাদীকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কোর্ট রুমের কাছে একটি সেলে রাখা হয়। কিন্তু ট্রাম্পের সঙ্গে তেমনটা হবে না। এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাকে কোর্টরুমে নেয়া হবে। এদিন ট্রাম্পের হাতে হাতকড়া পড়ানো হবে না বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার জন্য তাকে ফেডারেল সশস্ত্র এজেন্টরা ঘেরাও করে রাখবে। কোর্টরুমে নেয়ার পর তার বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে তিনি অভিযোগের মুখোমুখি হবেন। অভিযোগ গঠনের পর তাকে ছেড়ে দেয়া হবে।
সাধারণত একজন বিবাদী মুক্তি পেয়ে সামনের দরজা দিয়ে হেঁটে বেরিয়ে যান। কিন্তু ট্রাম্প যাতে প্রকাশ্যে যেতে না পারেন সে জন্য সময় ও স্থানকে সংকুচিত করার চেষ্টা করবে সিক্রেট সার্ভিস। তাকে কোর্টরুম থেকে বের করে মোটর শোভাযাত্রা সহ পৌঁছে দেয়া হবে বিমানবন্দরে। সেখান থেকে তিনি ক্যালিফোর্নিয়ার মার-এ লাগোর উদ্দেশে উড়াল দেবেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |