আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১১
বিডি দিনকাল ডেস্ক :- যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নৃশংস হামলার তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন করা হবে। আইন প্রণেতাদের কাছে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি এতে বলেছেন, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও পেন্টাগনে সন্ত্রাসী হামলার পর যে ধরণের কমিশন গঠন করা হয়েছিল, সেই মডেলের ওপর ভিত্তি করে গঠন করা হবে এই কমিশন।
তিনি আরো বলেছেন, সেদিন আসলে কি ঘটেছিল আমাদেরকে তার প্রকৃত সত্য জানতে হবে। উল্লেখ্য, ওই হামলার পর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয়বার অভিশংসন প্রস্তাব আনা হয়। প্রতিনিধি পরিষদে তিনি অভিযুক্ত হলেও সিনেটে বেকসুর খালাস পান। তবে তার উস্কানিতে ক্যাপিটল হিলে নারকীয় তা-বলীলা চালিয়েছিল তারই সমর্থকরা এ বিষয়টিতে নিরপেক্ষ তদন্ত সমর্থন করছেন ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান। পেলোসি বলেছেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রাসেল হোনোরে এরই মধ্যে ক্যাপিটল হিলে হামলার পর নিরাপত্তার বিষয় খতিয়ে দেখছেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |