আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৬
কার্বনডেল (ইলিনয়-যুক্তরাষ্ট্র):- যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনির্ভাসিটি কার্বনডেল (এসআইইউ) এর প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, প্রথমবারের মতো ঈদ আনন্দ উৎসবের আয়োজন করে। এতে শিক্ষার্থীরা ছাড়াও ইউনির্ভাসিটির শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। গত ১০ জুলাই (রোববার) বিকেলে কার্বনডেল শহরের এভারগ্রীন পার্কে এই উৎসবের আয়োজন করে ইউনির্ভাসিটির বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন। আনন্দ উৎসবের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের ছেলেমেয়েরা চামচ মার্বেল দৌড়ে অংশ নেয়। এছাড়া মেয়েদের জন্য হাড়িভাঙ্গা খেলা ও ছেলেদের জন্য ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন এর প্রেসিডেন্ট কাজী মেহেদী হাসানের সভাপতিতে অনুষ্ঠিত উৎসবে অন্যান্যের বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. শেখ শাহিদ আহমেদ, ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. ফারহান ফেরদৌস ও ড. সাবরিনা নিলুফার ও কম্পিউটার সাইন্স বিভাগের ড. সাজেদুল তালুকদার উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশি খাবার উপভোগ করেন। সাউদার্ন ইলিনয় ইউনির্ভাসিটি কার্বনডেল (এসআইইউ) তে বর্তমানে ৬১ জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন ডিসিপ্লিনে পিএইচডি ও মাস্টার্স করছেন। বেশিরভাগ শিক্ষার্থীই ফুলব্রাইট এবং শতভাগ রিসার্চ ও এটিস্ট্যান্টশীপ ফান্ড নিয়ে লেখাপড়া করছেন। এছাড়া বিভিন্ন বিভাগে শিক্ষকতা করছেন নয় জন প্রবাসী বাংলাদেশি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |