আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:০৬
ঢাকা:- বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেয়া যুক্তরাষ্ট্রের ২৫ লাখ ডোজ টিকার প্রথম চালান হিসেবে মডার্নার ১২ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। রাত সাড়ে ১১ টার দিকে টিকা বহনকারী উড়োজাহাজটি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টিকা পৌঁছার শুভ লগ্নে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সের মাধ্যমে পাঠানো আমেরিকার বাকি মডার্নার ১৩ লাখ টিকা শনিবার আসছে। এটি হবে কোভ্যাক্সের কাছ থেকে আসা টিকার তৃতীয় চালান।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আগেই জানিয়েছেন মডার্নার ওই টিকা চলমান টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করবে।
মন্ত্রী বলেন, চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা ভ্যাকসিনের ডোজের প্রথম চালানটি শুক্রবার রাতেই দেশে এসে পৌঁছাবে।
বাংলাদেশ জরুরি ব্যবহারের জন্যে মডার্না ও সিনোফার্মের টিকা অাগেই অনুমোদন দিয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |