আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:০৭
ডেস্ক : যুক্তরাষ্ট্রে দীর্ঘ ৬৮ বছর ধরে কারাগারে বন্দি থেকে অবশেষে মুক্তি পেয়েছেন জো লিগন নামে ৮৩ বছর বয়সী এক ব্যক্তি। তিনি কিশোর অপরাধী হিসেবে কারাগারে যান ১৫ বছর বয়সে।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ১১ ফেব্রুয়ারি পেনিসেলভেনিয়ার একটি আদালত থেকে জো লিগন মুক্তি পেয়েছেন। তাকে বিবেচনা করা হচ্ছে দেশটির সবচেয়ে বয়স্ক ও দীর্ঘদিন জেলে থাকা কিশোর অপরাধী।
১৯৫৩ সালে ফেব্রুয়ারিতে যখন গ্রেফতার হয়ে কারাগারে যান, তখন জো লিগনের বয়স ছিল ১৫ বছর। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে। ফিলডেলফিয়ায় ডাকাতি ও ছুরিকাঘাতের এক মামলায় ফেঁসেছিলেন তিনি। ওই ঘটনায় ছয়জন আহত ও দুইজন নিহত হন। ওই সময় লিগনের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়। তিনি ছুরিকাঘাতের কথা স্বীকারও করেন।
এর আগে প্যারোলে মুক্তির সুযোগ পেয়েও নেননি লিগন। তিনি বলেছেন, আমি এখন বড় হয়েছি। আমি আর বাচ্চা নই। শুধু আমি বড় মানুষই নই, আমি একজন বৃদ্ধ এবং প্রতিদিন বড় হয়ে যাচ্ছি।
লিগনের আইনজীবী ব্র্যাডলি ব্রিজ বলছিলেন, যে শিশুটি ১৯৫৩ সালে অপরাধ করেছিল সে আর নেই। ২০২১ সালে জেল থেকে বের হয়েছে ৮৩ বছর বয়সী একজন মানুষ। যে বড় হয়েছে, বদলে গেছে। এখন আর হুমকি নয়। সমাজের যে ক্ষতি তিনি করেছেন তা শোধ হয়েছে। এখন জীবনের শেষ বছরগুলো স্বাধীনভাবে কাটাবেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |