আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:১৭
ডেস্ক-গতকাল মঙ্গলবার সালেম সিটি’র সুপিরিয়র কোর্টের বিচারক টমাস ড্রেচসলার এ রায় ঘোষনা করেন।
চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের কারাদণ্ডসহ ‘যৌন অপরাধী বা লম্পটের’ তালিকায় নাম অন্তর্ভুক্তিরও আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে উভয় পক্ষের আইনজীবীসহ প্রচুর সংখ্যক বোস্টন প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু’র (মামলা নম্বর ২০৭৭সিআর০০৩১০) বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ নারীকে গালাগালি, শারীরিক আক্রমণ ও শ্লীলতাহানিসহ চারটি অভিযোগ আনা হয়েছিল।
এরমধ্যে ২টি অভিযোগ- ২৬৫/১৩এইচ-৩ এ/বি ধারায় ১৪ বছর বা এর বেশি ব্যক্তির ওপর অশালীন আক্রমণের অপরাধে, ২৬৫/১৩এ/বি-১ এ/বি সি২৬৫/১৩এ (এ) (অপকর্মের জন্য ১০০ দিনের বেশি কারাবাস) প্রমাণিত হয়েছে।
বাকি ২টি অভিযোগ ২৬৫/২২/এ-১ ‘ধর্ষণ’ এবং ২৬৫/১৫ ডি/এ-শুন্য ‘শ্বাসরোধ’ প্রমাণিত না হওয়ার উক্ত ২ অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ধরণের চরিত্রহীন ব্যক্তি কিভাবে বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর সভাপতি হিসেবে কমিউনিটিকে নেতৃত্ব দিয়েছেন এ বিষয়টিও উঠে আসে দুই আইনজীবির যুক্তিতর্কে।
রায় ঘোষণার সময় আদালত কক্ষে তিন সারি বোস্টন প্রবাসী বাংলাদেশি (সকলেই চট্টগ্রামবাসী) উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসিফ বাবুর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীর থানার কাটতলী গ্রামে।
গত ১৪ অক্টোবর বিচারক টমাস ড্রেচসলার আসিফের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ নারীকে অভিযোগের প্রেক্ষিতে জামিন প্রত্যাহার করে কারাগারে প্রেরণ করেন। আটক বোস্টন আওয়ামীলীগের এ নেতাকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন বোস্টন প্রবাসী কিছু বাংলাদেশি (চট্টগ্রামবাসী)। তার সাজা কমাতে আদালতে সুপারিশপত্র পাঠিয়েছেন বাংলাদেশি পরিচালনাধীন মসজিদ ও মাদ্রাসা কমিটির পক্ষে কতিপয় কর্মকর্তা।
নিউ ইংল্যান্ডের বোস্টন ভিত্তিক বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) এর সভাপতি থাকাকালীন সময়ে ওই ঘটনাটি ঘটলেও তা ধামাচাপা দিয়ে এবং হাজার হাজার প্রবাসীর চোখকে ফাঁকি দিয়ে তিনি দিব্যি বেইন-এর সভাপতি হিসেবে কর্মকাণ্ড চালিয়েছেন যা সংগঠনের সংবিধান পরিপন্থী ছিল বলে অনেকেই উল্লেখ করেন।
উল্লেখ্য, আসিফ বাবু বোস্টন সংলগ্ন মেডফোর্ডের বাসিন্দা। বোস্টনে দু’গ্রুপে বিভিক্ত নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগ (ইউসুফ-ইকবাল) গ্রুপের বর্তমান সহ-সভাপতি। আওয়ামী লীগের সাথে পূর্বে তার কোন সম্পর্ক না থাকলে নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগে তাকে অন্তর্ভূক্তি করেন (ইউসুফ-ইকবাল) গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ (সাবেক শিবিরকর্মী)।
তিনি বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর সাবেক সভাপতি, নিউইংল্যান্ড (বোস্টন) স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নারী সংগঠন নন্দিনী’র নিউ ইংল্যান্ড শাখার সাবেক সভাপতি। ইতিপূর্বেও তার বিরুদ্ধে অনেক শ্লীলতাহানীর অভিযোগ উঠেছিল। কয়েক বছর গায়ে হাত দেবার অপরাধে প্রকাশ্য জনসম্মুখে তাকে থাপ্পর মেরেছিলেন তার নিজের মামী শাশুড়ি। কৃষ্ণাঙ্গ নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রথম আটকের পর তার স্ত্রীও তাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বলে জানা গেছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |