আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৫
বিডি দিনকাল ডেস্কঃ- সরকার পতনে যুগপত আন্দোলনের দাবিনামা নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা) ও মুসলিম লীগের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করেছে বিএনপি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকালে আলাদাভাবে ২০ দলীয় জোটের এই দুই শরিক দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে শেষে সংবাদ ব্রিফিঙে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ আমাদের ধারাবাহিক যে দ্বিতীয় দফার সংলাপ তার অংশ হিসেবে আজকে দুইটা দলের সাথে আমরা আলোচনা করেছি। যুগপত আন্দোলনের দাবিগুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করেছি এবং দাবিগুলো নিয়ে আন্দোলন করার বিষয়ে একমত হয়েছি।”
‘‘ আমি আশা করছি যে, অন্যান্যদলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে যুগপত আন্দোলনের মধ্য দিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাবো।”
সংলাপে জাগপার সভাপতি খন্দকার লুতফর রহমান ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী নিজ নিজ দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
মুসলিম লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন আখতার জাহান রুকু, আজিজুর রহমান লিটন, নাসিম খান, সরওয়ার-ই-আলম খান, সৈয়দ মিনহাজ উদ্দীন, মোশাররফ হোসেন তারা, হাজী মোহাম্মদ জিয়া, মোহাম্মদ আবু হোসেন ও মোহাম্মদ ইমরান।
জাগপার প্রতিনিধি দলে ছিলেন এসএম শাহাদাত হোসেন, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, ফায়জুর রহমান, মুন্সি মফজুর রহমান, আওলাদ হোসেন শিল্পী, আমিনুল ইসলাম মুকুল, মোহাম্মদ মোবারক হোসেন, মোখলেছুর রহমান ও আবুল হোসেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দফা সংলাপে এরইমধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |