আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৬
মামুন হোসাইনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অংঙ্গ সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে মনোনীত করায় কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১জুলাই) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ টিএনটির মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর পরিচালনা বক্তব্য রাখেন, সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফারুখ খাঁন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন গাজী, পৌরসভা যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার ৯ জুলাই বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নকে নির্বাচিত করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |