আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৯
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধিঃ ‘দেশ যে অবস্থায় আছে তার পরিবর্তন দরকার, শুধু ক্ষমতার পরিবর্তন হলে আমরা সোনার বাংলা পাব না, মুক্তিযুদ্ধের বাংলা আমরা পাব না। যেভাবেই হোক আওয়ামীলীগকে সরিয়ে দিতে হবে’। দেশে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম বেড়েছে, কিন্তু ক্রয় ক্ষমতা বাড়েনি। দুর্নীতি আর লুটপাটের ফলে মানুষ আজ অসহায়।মুক্তিযুদ্ধেও চেতনায় জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় সরকার গঠন করে এই সরকারকে বিদায় করা হবে।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত গণফোরাম জেলা শাখার ২য় সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইয়ীদ।
প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, প্রশাসনের সর্বস্তরেই দুর্নীতি উল্লেখ করে গণ-ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেছেন, সরকারি অফিসে গেলে ঘুষ ছাড়া কোন কাজ হয়না। ব্যাংক থেকে মানুষের কষ্টার্জিত গচ্ছিত টাকা লুট হয়ে গেল। আজ পর্যন্ত সেই সব আসামীদের নাম প্রকাশ হলোনা, কাউকে গ্রেপ্তারও করা হলোনা, কারও বিচারও হলোনা। এটি সরকারের পুরোপুরি ব্যর্থতা।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আমিনুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ব্যারিষ্টার মহসীন রশীদ,প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা হাসান সহ অন্যরা।
সম্মেলনে মামুনর রশীদকে সভাপতি ও হুমায়ন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে জয়পুরহাট জেলা গণফোরামের কমিটি ঘোষণা করা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |