বিডি দিনকাল ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরফত আলী সপু বলেছেন, বর্তমান ফ্যাসিবাদ সরকার দেশে এক সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না।
আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান মীর সরফত আলী সপু।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতা শেখ হেলাল বলেছেন, তিনি পদ্মার এপারের লোককে খুলনায় যেতে দিবেন না। তো আমরাও মুন্সীগঞ্জের লোক তাদের ঢাকা-মাওয়া সড়ক দিয়ে ঢাকায় আসতে দিব না। সুতরাং ধানাই পানাই করে লাভ নেই। খুলনায় যে কোনো মূল্যে বিএনপির অভূতপূর্ব গণসমাবেশ হবে। শিগগিরই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলনের ডাক দিবেন। সে জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সাচ্চু, জসিম মোল্লা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কে এম রাজিব, আজাদ, মাহমুদ হাসান ফাহাদ, জেলা যুবদলের সেলিম হোসেন, মতি, শ্রীনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিকুল মোড়ল, সাধারণ সম্পাদক শফিকুল ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের আলম বেপারি, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন, মুন্সীগঞ্জে জেলা জিয়া মঞ্চের বাবু, বাবুল মিয়া, আশরাফুল ইসলাম, দিলবার হোসেন, ডালিম, জামিল, ভাগ্যকুল ইউনিয় যুবদলের সিরাজ হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের রিমন হোসেন, আবির হোসেন, শ্রীনগর উপজেলা ছাত্রদলের আরিফ, পরশ খান, যুবদলের সোহেল, আসাদ, বাবু, মেহেদী, সৈকত, তাঁতী দলের জামিল হোসেন বিপ্লব, রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রদলের নাদিম, সাইদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।