আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২১
এম, এ কাশেম, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিএনপি’র কমিটি গঠন পক্রিয়াধিন রয়েছে। এ অবস্থায় কে, কোন্ খানে কোন্ কমিটির সভাপতি এবং সেক্রেটারী নির্বাচিত হবেন তা নিয়ে রিতিমতো সাধারণ নেতা-কর্মীদের মাঝে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। যদি ও বা মীরসরাই উপজেলা বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটি ৩ মাসের মেয়াদে সম্মেলনের মাধ্যমে ১৬টি ইউনিয়ন কমিটি গঠনের পর উপজেলা কমিটি সুন্দর ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু, দলের গঠনতন্ত্র ও নিয়মানুবর্তিতার অংশে ৩ মাসের জন্য দায়িত্বে আসলে ও তারা ডাবল সময় পার করার পর ও ১৬টি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি ও গঠন করে দিতে পারেনি পূর্নঙ্গ কমিটি গঠন করাতো দুরের কথা। এমন কি তারা এখন পর্যন্ত কোনো ওয়ার্ড কমিটি ও গঠন করার সফলতা অর্জন করে দেখাতে পারেনি! কমিটি গঠন নিয়ে ইতিমধ্যে দলের র্তৃণমূল পর্যায়ে সাধারণ নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ প্রাণ চাঞ্চল্য ধরে না রাখতে পারলে তার দায়ভার বর্তমান আহবায়ক কমিটিকে নিতে হবে বলে দলের প্রবীণ নের্তৃবৃন্দ তাদের অভিমতে তুলে ধরেছেন। এ দিকে যদি ও বা মীরসরাই উপজেলার ২টি পৌরসভা যথাক্রমে মীরসরাই সদর ও বারইয়ারহাট। এখানকার আহবায়ক কমিটি ৩ মাসের জন্য দায়িত্ব নেয়ার পর যথা সময়ের মধ্যে প্রায় সব ক’টি ওয়ার্ড কমিটি গঠন করে দিয়ে তারা তাদের সফলতা তুলে ধরতে সক্ষম হয়েছে। তবে, পৌরসভার পূর্নঙ্গ কমিটি গঠন কেনো যে, আঁটকা পড়ে রয়েছে তা নিয়ে তা কারো বোধগম্য হচ্ছেনা। এ দিকে বারইয়ারহাট পৌরসভা কমিটি নিয়ে এখানকার সাধারণ নেতা-কর্মীরা বলতে গেলে রাজনীতিতে উজ্জ্বীবনের বাতাস বইয়ে দিচ্ছে। আর তার নীরিখে কে হতে যাচ্ছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সভাপতি এবং সেক্রেটারী তা নিয়ে আলোচনা যেনো ‘হট কেক’ এ পরিনত হয়েছে। বারইয়ারহাট পৌরসভায় আগামী কমিটিতে সভাপতি হিসেবে বর্তমান আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ দিদারুল আলম মিয়াজি এবং সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটনের নাম শোনা গেলে ও মাঈন উদ্দিন লিটন এর রাজনৈতিক তৎপরতা তেমন একটা চোখে না পড়লে ও দিদারুল আলম মিয়াজি’র রাজনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো। আর, যার কারণে এখানকার সাধারণ নেতা-কর্মীরা মনে করেন দিদারুল আলম মিয়াজি-ই আগামী কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন। অন্য দিকে সাধারণ সম্পাদক/সেক্রেটারী হিসেবে বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব নিজাম উদ্দিনের নাম শোনা গেলে ও তার থেকে অনেকটা অগ্রগামীতায় রাজনৈতিক তৎপরতায় এগিয়ে রয়েছেন বারইয়ারহাট পৌরসভার বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পৌরসভার আওতাধিন ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম লিটন এমন কথা ও খুব জোরে সোরে শোনা যাচ্ছে সাধারণ নেতা-কর্মীদের মুখে মুখে। বারইয়ারহাট পৌরভার আগামী কমিটিতে সাধারণ সম্পাদক/সেক্রেটারী হিসেবে নাম শোনা এবং তার প্রার্থীতা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম লিটন জানান্, প্রার্থী হওয়া বড় কথা নয়, দলের নেতা-কর্মীরা যদি চায় এবং তা মূল্যায়ন করে দায়িত্ব প্রাপ্ত নেতারা যদি দায়িত্ব অর্পন করেন তাহলে দলের জন্য কাজ করে যাওয়ার মানসিকতা রাখি। নজরুল ইসলাম লিটন বয়সের দিক্ দিয়ে যদি ও বা অন্যান্যদের চাইতে একটু কম তথাপি তার রাজনৈতিক বিচক্ষনতা এবং নের্তৃত্ব যোগ্যতা থাকায় সাধারণ নেতা-কর্মীরা তাকে-ই আগামী কমিটিতে সাধারণ সম্পাদক/সেক্রেটারী হিসেবে দেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এর মূল কারন হিসেবে উল্লেখ যোগ্য বিষয় হচ্ছে- উক্ত নজরুল ইসলাম লিটন দীর্ঘ মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে দলের মধ্যে থাকা অসহায়-অভাবী নেতা-কর্মীদের পাশে থেকে ব্যাপক ভাবে প্রশংসিত। দলের অনেক অসহায়/অভাবী নেতা-কর্মীদের বিভিন্ন আর্থীক সহযোগীতা সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে আসা তার জন্য আগামী কমিটির সাধারণ সম্পাদক/ সেক্রেটারীর পদ এক কথায় বুকিং রাখা অনস্বীকার্য বলে ও বলতে দ্বিধা করছেন না র্তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা-কর্মীরা। এ ছাড়া- লিটন দলের এক নিবেদিত কর্মী হিসেবে ও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দের কাছে এবং ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গুলোর সাধারণ নেতা-কর্মী সহ প্রায় সবার কাছে ব্যাপাক পরিচিত। তিনি, দলের যে কোনো কর্মসূচি পালনে সরব উপস্থিতি এবং দলীয় বিভিন্ন কর্মে আর্থীক সহ নানাবিধ: ভাবে মানসিকতা দেখিয়ে ও প্রায় সবার কাছে গ্রহন যোগ্যতা অর্জন করে নিতে ও সক্ষম হয়েছেন। অন্য দিকে বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ নিজাম উদ্দিন তার সাধারণ সম্পাদক/ সেক্রেটারী হওয়ার বিষয়ে জানান্ দেন্, দলের জন্য কাজ করে যাওয়ার অঙ্গিকারবদ্ধ হিসেবে যদি দায়িত্ব প্রাপ্ত নেতারা মনে করেন, আমাকে দায়িত্ব দিলে আমি দলের জন্য কাজ করে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে উনারা আমাকে সাধারণ সম্পাদক/ সেক্রেটারী হিসেবে মনোনীত করবেন নিদ্ধিধায়। আর তা যদি করা হয় হলে বলার আর কিছু-ই নেই।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |