আত্রাই ( নওগাঁ ) সংবাদদাতা ঃঃ রবীন্দ্রনাথের সৃষ্টি কর্ম শুধু বাঙালি নয়, বিশ্বের বাংলা ভাষা ভাষীদেরকেও অনুপ্রাণিত করেছে। রবীন্দ্রনাথের কাজগুলো ব্যাপক ও বিশাল। তাঁর কাজগুলো শিল্প গুনে সমৃদ্ধ হয়ে উঠেছে। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। রবীন্দ্রনাথ ছিলেন বাংলা সাহিত্যের এক বিষ্ময়কর প্রতিভা। বঙ্গবন্ধু সর্বদা রবীন্দ্রনাথের লেখা গুলো ভালোবাসতেন, সেজন্য বঙ্গবন্ধু রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশের জাতীয় সংগীত করেছিলেন।
গতকাল সোমবার ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মোৎসব উপলক্ষে আত্রাইয়ের নাগর নদের তীরে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত পতিসরে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ,ক, ম মোজাম্মেল হক এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি লেখক গবেষক মফিদুল হক, নওগাঁ -০২ আসনের সাংসদ শহিদুজ্জামান সরকার, নওগাঁ -০৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড, শাহ আজম, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বিপিএ, নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।