আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১১
এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর আগারগাঁওস্হ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক নারী
কসমেটিক্স ও খেলনা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম মোছা. মনি আক্তার (৩৮)। নিহত মণি লক্ষ্মীপুর জেলা সদর থানার নুরুল হুদার স্ত্রী বলে জানা গেছে।
আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন
কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের ছোট বোনের স্বামী সোহাগ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আগারগাঁওস্হ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এলাকা দিয়ে রাস্তাপারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি মনি আক্তারকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে পথচারীরা তাকে উদ্বার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও নিহতের আত্নীয়রা জানান, মনি আক্তার মহাখালী সাততলা বস্তি এলাকায় ফুটপাতে কসমেটিক্স ও খেলনার ব্যবসা করতো। এ দম্পতির কোনও সন্তান নেই। মহাখালী স্টাফ কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতো। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে গেছে।
ওসি মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এবিষয়টি
শেরেবাংলা নগর থানাকে অবহিত করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |