আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৯
ঢাকা : রাজধানীতে চলন্ত বাসে পারভেজ মল্লিক (৩৯) নামে পুলিশের সহকারী উপ-পরিদর্শক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া একই বাসের যাত্রী মো. সাইদুর রহমান জানান, বলাকা পরিবহনের বাসটি গাজীপুর চৌরাস্তা থেকে সায়দাবাদের দিকে যাচ্ছিল। বাসে করে বনানী পর্যন্ত আসার পর তিনি দেখেন, তার পেছনের একটি সিটে অচেতন হয়ে পড়েছে পারভেজ নামে ওই পুলিশ কর্মকর্তা।
তখন তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়া যাচ্ছিল না। পরে তিনি নিজেই বাস থেকে নামিয়ে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নিয়ে যান ঢাকা মেডিকেলে। তিনি বলেন, বাসের ভেতর বই বিক্রেতা এক হকার উঠেছিল। ওই হকার তার ওপর কোনোভাবে চেতনানাশক প্রয়োগ করতে পারে বলে ধারণা তার।
এদিকে, গাজীপুর টঙ্গী-পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদ জানান, পারভেজ মল্লিক টঙ্গী পূর্ব থানায় সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। তার বাড়ি চাঁদপুর মতলব উত্তর থানা এলাকায়। তবে তিনি আজকে বাসে করে কোথায় যাচ্ছিলেন। সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। এএসআই পারভেজের পকেটে আইডি কার্ডে ও মোবাইল ফোন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল থেকে তাকে স্টোমাক ওয়াশ করার পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে নিয়ে ভর্তি করানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |