আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩৪
মনির হোসেন জীবন- রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ময়মনসিংহে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামিসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র্যাব)। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর সবুজবাগ, মুগদা এবং কদমতলী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৩ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত দলের প্রধান রাজধানীর খিলগাঁও থানা ফকিরখালী এলাকার মৃত আসাদ মিয়ার পুত্র মোঃ আরিফ (২৫), সবুজবাগ থানার বেগুনবাড়ি কাঁঠেরপুল এলাকার ইলিয়াস আলীর পুত্র আজগর আলী (২০), একই থানার বাসাবো এলাকার মোঃ ইমান আলীর পুত্র মোঃ শাকিব (২০) ও বরগুনা জেলার সদর থানা পরীখাল গ্রামের মৃত ইউনুছ আলী মোল্লার পুত্র মোঃ আব্দুল খালেক (৪৩)। আজ শনিবার দুপুর সোয়া ২ টায় র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক এসব তথ্য নিশ্চিত করেছেন। এএসপি ফারজানা হক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে, ময়মনসিংহে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামিসহ ডাকাত দলের একটি গ্রুপ রাজধানীর সবুজবাগ, মুগদা, এবং কদমতলী থানা এলাকায় অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শুক্রবার ওইসব এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান আরিফ (২৫), আজগর আলী (২০), শাকিব (২০) ও আব্দুল খালেককে (৪৩) গ্রেপ্তার করা হয়। র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, প্যান্ট (সেনাবাহিনীর পোশাক সাদৃশ্য), ১০টি মোবাইলফোন, ১০টি সিম কার্ড এবং নগদ ১৩ হাজার টাকা উদ্বার মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলায় ভোজ্যতেলবাহী ট্রাক ও রঙ্গিন লাইট ব্যবহারের মাধ্যমে গাড়ির গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |