আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪২
মনির হোসেন জীবন – রাজধানীর মগবাজারে একটি পরিত্যক্ত প্লাস্টিক ড্রাম বিস্ফোরণের ঘটনায় চার জন আহত হয়েছেন। পথচারীরা তাদের উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। আহত চার পথচারী হলেন- সাইফুল ইসলাম (৩৪), তারেফ (২১), শাহিন (৩০) ও আবুল কালাম (২৫)। এদের মধ্যে সাইফুল গুরুতর আহত হয়েছেন। তার বাসা সবুজবাগ বাসাবো এলাকায়। আহতরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তা ও কর্মচারী বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ে উজ্জল হোটেলের পাশে ওষুধের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে, কী কারণে ড্রামটি বিস্ফোরিত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ডিএমপির রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এসব তথ্য জানান। পুলিশ বলছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মগবাজার ওয়্যারলেস মোড়ে উজ্জল হোটেলের পাশে ওষুধের দোকান এবং একটি মুদি সামনে একটি পরিত্যক্ত প্লাস্টিক ড্রাম হঠাৎ করে রাস্তার পাশে বিস্ফোরণ হয়। এ ঘটনায় চার পথচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ড্রামে ককটেল ছিল কি-না জানতে চাইলে ওসি জানান, আমরা ঘটনাস্থলে আছি। সিসিটিভি ফুটেজ ও পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তীতে বলা যাবে ড্রামে কী ছিল। পুলিশ বলছে, বিস্ফোরণে ফাস্ট ফার্মা নামে একটি ওষুধের দোকানের গ্লাস ভেঙে পথচারীরা আহত হয়েছেন। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার মো: রাকিবুল হাসান জানান, আজ সকাল ৯টা ৫০ মিনিটে মগবাজার ওয়ারলেস মোড়ে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমাদের টিমের তথ্য অনুযায়ী, সেখানে একটি ময়লার ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ডিএমপির রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে অবস্থান করছে। ওই ড্রামের ভেতরে কি ছিল সেটা এখনো জানা যায়নি। তিনি বলেন, ড্রামটি অনেকদিন ধরে বাইরে অরক্ষিত অবস্থায় ছিল বলে জানতে পেরেছি। তবে, কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আরও আহত আছে কিনা সেটাও এখনো জানা যায়নি। এদিকে, দুর্ঘটনায় আহত শাহীন জানান, তারা মগবাজার ওয়্যারলেস গেটে ডিপিডিসির লেবার হিসেবে মাটি কাটার কাজ করছিলেন। তখন বিস্ফোরণের ঘটনা ঘটে। এব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া বলেন, মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় চারজন হাসপাতালে এসেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |