আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫২
কামরুল হাসান বাবলু :-১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি শনিবার ও আগামী ৩১ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার পদযাত্রাকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজ এক সাংগঠনিক মতবিনিময় সভা করেছে রাজধানীর ভাসানী মিলনায়তনে ।
মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সাংগঠনিক সভার সভাপতিত্ব করেন উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ।
সভায় সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান আন্দোলন সংগ্রাম করতে গিয়ে উত্তর বিএনপির যেসব নেতাকর্মীরা গ্রেফতার হয়ে কারারুদ্ধ হয়েছে তাদের প্রতি বিশেষ সহানুভূতি জানিয়ে বলেছেন , সকল রাজবন্ধীদের এই ত্যাগ কোনো ভাবেই ভুলার নয়, ভুলতে পারিনা । শত প্রতিকূলতার মাঝেও বিভিন্ন থানা,ওয়ার্ড এর নেতা কর্মীরা বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্পুর্ত ভাবে অংশ গ্রহন করছেন ।আগামী যে দুই দিন পদযাত্রার ঘোষণা দেয়া হয়েছে আসা করি আমরা সকলে ওই কর্মসূচিতে ব্যাপক ভাবে অংশগ্রহণ করবো ।
এদিকে দলের সদস্য সচিব আমিনুল হক সভায় সম্প্রতি রাজপথের একজন বীর যুদ্ধা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশণার আতিকুল ইসলাম মতিনের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে বলেছেন , মতিন ভাইয়ের অবদান ভুলার নয় । আমরা এমন সময় মতিন ভাইকে হারালাম যখন তার মতো একজন নিবেদিত নেতার খুবেই প্রয়োজন ছিল আমাদের ।
তিনি আরো বলেন ,ওয়ার্ডের পর এখন থানার আহ্বায়ক কমিটি ঘোষণা হচ্ছে আসা করি এই সব কমিটির সর্বস্তরের নেতা কার্মীরা আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করবেন ।
সামনের দিনগুলো আমাদের জন্য অনেক কঠিন সময় আসতেছে ।এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং জননেতা তারেক রহমানকে ফিরিয়ে এনেই আমরা ঘরে ফিরবো।আমাদের আন্দোলন চলমান ।পূর্বে যেইভাবে নেতাকর্মীদের স্বতঃস্পুর্ত উপস্থিতি ছিল সেভাবে আগামী দুইদিনের পদযাত্রায় উপস্থিতি থাকতে হবে ।
অন্যদিকে সম্প্রতি যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিন সহ অন্নান্ন যেসব নেতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের সকলের আত্মার শান্তি কামনা করে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোআ করা হয় ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |