আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫৩
মনির হোসেন জীবন- রাজধানীতে পৃথক তিনটি দুর্ঘটনায় এক কিশোরসহ তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কিশোর মো. বুলবুল আহমেদ (১৬), মো. সাইদুল আলম (৫৫) ও মো: মাসুদ (৪০)। এদের মধ্যে নিহত সাইদুর জীবন বীমার কর্মী এবং মাসুদ পেশায় একজন ট্রাক চালক বলে জানা গেছে। নিহত সাইদুল আলম শরীয়তপুর জেলার ডামুড্যা থানার সিকরা গ্রামের এবিএম শফিউল্লার পুত্র এবং বুলবুল নীলফামারী জেলার পলাশপুর থানার রশিদুল ইসলামের পুত্র। পুলিশ বলছে, আজ মঙ্গলবার দুপুরে এবং সোমবার রাতে রাজধানীর খিলগাঁও থানার বটতলা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং এবং আদাবর থানার সুইচ গেট বেড়িবাঁধ এলাকায় এসব পৃথক দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ঢাকা রেলওয়ে বিমানবন্দর (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও বটতলা রেললাইনে এলাকায় ট্রেনের ধাক্কায় মো. সাইদুল আলম (৫৫) নামে জীবন বীমা করপোরেশনের এক কর্মী নিহত গুরুতর আহত হয়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের পুত্র আশিকুর আলম জানান, তার বাবা মতিঝিল জীবন বীমা করপোরেশন অফিসে কর্মরত ছিলেন। খিলগাঁও বটতলা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ ও নিহতের মামাতো ভাই মোসলেম উদ্দিন জানান, বুলবুল এবং সে চাকরির খোঁজে ঢাকায় আসেন। তবে, চাকরি না পাওয়ায় দুই জনে বাসায় ফেরার সিদ্ধান্ত নেন। গতরাত ৮ টার দিকে বিমানবন্দর স্টেশন থেকে তাদের ট্রেনে ওঠার কথা ছিল। স্টেশনে ট্রেন আসার পর চলন্ত ট্রেনে চড়তে গিয়ে হঠাৎ বুলবুল নিচে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, আজ ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য নিহত দুই জনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এদিকে, আজ মঙ্গলবার আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর হালদার জানান, সোমবার দিবাগত রাতে রাজধানীর আদাবর থানার সুইচ গেট বেড়িবাঁধ এলাকা ট্রাকের ধাক্কায় মো: মাসুদ নামে এক ব্যক্তি মারা গেছে। নিহত মাসুদ পেশায় একজন ট্রাকচালক ছিলেন। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাক জব্দসহ ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, তাৎক্ষণিক ভাবে তার নাম ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের এ কর্মকর্তা জানান, আজ সকালে আটক ট্রাক চালককে আদালতে পাঠানো হয়। নিহত মাসুদ পরিবার নিয়ে মিরপুর এলাকায় থাকলেও তার বাড়ি ভোলায়। ময়নাতদন্তের জন্য রাতেই নিহতের মরদেহ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। এব্যাপারে ঢাকা রেলওয়ে কমলাপুর (জিআরপি) থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |