আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫৯
মনির হোসেন জীবন – রাজধানীতে পৃথকদুর্ঘটনায় এক ওয়েল্ডিং মিস্ত্রি ও এক কর্মচারী সহ দুই জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম মাইনুল ইসলাম (৩১) ও মো: ফাহিম (২২)। মাইনুল বর্তমানে শনিরআখড়া ঢালে পরিবার নিয়ে থাকতেন। তবে, দুই জনের বিস্তারিত পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানার সামাদনগর ও কামরাঙ্গিরচর থানার আশ্রাফাবাদ কলেজ রোডে এসব পৃথক দুর্ঘটন ঘটে।
আজ বিকেল সাড়ে ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া দুইজন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন
তিনি জানান, আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে যাত্রাবাড়ী থানার সামাদনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।
মাইনুলের সহকর্মী জাকির হোসেন জানান, আজ দুপুরে কারখানার ভেতরে কাজ চলছিল মইনুল । স্হানীয় মালেক চেয়ারম্যানের পাইপের গোডাউন তৈরি করার জন্য ওয়েল্ডিংয়ের কাজ করতে আমরা দুই জন যাই। মাইনুল ওয়েল্ডিংয়ের কাজ করার জন্য মই বেয়ে উপরে উঠলে হঠাৎ মই ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন মইনুল । পরে দ্রুত তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, আজ রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর কামরাঙ্গিরচর আশ্রাফাবাদ কলেজ রোডে কামাল প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: ফাহিম (২২) নামে এক কর্মচারী মারা গেছে।
নিহতের সহকর্মী আব্দুল কাদির জানান, আমরা দুই জনেই কামরাঙ্গীরচরে কামাল প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। আজ দুপুরের দিকে মেশিনের ডাইস পরিবর্তন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে ফাহিম। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে মৃত তাকে ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ফাহিম বর্তমানে কামরাঙ্গিরচর কলেজ রোডে পরিবারের সাথে থাকতেন।তার বাড়ি বরিশাল জেলায়। নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
ওসি মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহত দুই জনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি যাত্রাবাড়ী ও কামরাঙ্গিরচর থানাকে জানানো হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |