আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০১
মনির হোসেন জীবন – রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকসহ দুই জন নিহত এবং চার জন আহত হয়েছেন।
নিহতরা হলেন. সিএনজি চালক মো, শহিদুল ইসলাম (৫২) ও অটোরিকশা যাত্রী দিনমজুর মো, মঞ্জু রহমান (৩৫)।
এঘটনায় আহত চার জন হলেন, সিএনজি যাত্রী মা ও ছেলে মালতি রানী (৪৫), বিশ্বজিৎ (২৫), মোটরসাইকেল চালক নাফিজ ও আরোহী অমিক।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামের সামনের সড়ক এবং ডেমরা থানার শুকনা টেংরা এলাকায় পৃথক এসব দুর্ঘটনাটি ঘটে।
এঘটনায় মোটরসাইকেলের আরোহী অমিককে আটক করেছে ডেমরা থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে ডিএমপি’র বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, নূরে আজম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়দুল জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বনানী আর্মি স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. শহিদুল ইসলাম মারা যায়। এ ঘটনায় মালতি রানী (৪৫) ও বিশ্বজিৎ (২৫) নামে দুই সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢামেকের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
বনানী থানা পুলিশ জানান, এদের মধ্যে মালতি রাণী অবস্থা আশঙ্কাজনক। নিহত সিএনজি চালকের গ্রামের বাড়ি যশোর জেলায় ও আহতদের গ্রামের বাড়ি নাটোরে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
ওসি মো, নূরে আজম মিয়া বলেন, আমরা সিসি টিভির ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, এখনো জানা যায়নি। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এব্যাপারে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ডেমরা থানা পুলিশ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজধানী ডেমরার শুকনা টেংরা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেক আসা মোটরসাইকেলের সংঘর্ষে মো, মঞ্জু রহমান (৩৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালকসহ দুই জন আহত হয়েছেন। তারা হলেন মোটরসাইকেল চাকল নাফিজ ও আরোহী অমিক।
পুলিশ ও নিহতের পরিবার জানান, নিহত মঞ্জু দুই ছেলে এবং এক মেয়ের জনক ছিলেন। তার বাবার নাম মৃত মোখলেছুর রহমান ওরফে মোখলেস।
নিহতের স্ত্রী আমেনা জানান, তার স্বামী পেশায় দিনমজুর। মঞ্জু কাজ শেষে বাসায় ফিরে, চুল কাটার উদ্দেশ্যে অটোতে চড়ে কোনাপাড়া যাচ্ছিলেন। অটোরিকশাটি শুকনা টেংরা থেকে ঘুরানোর সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে পাশের খালে পড়ে যায়। পরে সেখান থেকে মোটরসাইকেল চালক ওই অটোযাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে অটোর যাত্রী মঞ্জুকে মৃত ঘোষণা করেন। ডেমরার শুকনা টেংরা এলাকায় পরিবার নিয়ে থাকতেন মঞ্জু।
আজ শুক্রবার ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া হতাহতের এসব তথ্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, এবিষয়টি ডেমরা থানাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল চালক নাফিজ হাসপাতাল থেকে পালিয়ে গেলেও মোটরসাইকেলের আরোহী অমিককে আটক করে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে আইনগত ব্যবস্হা গ্রহন করেছে ডেমরা থানা পুলিশ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |