আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৮
মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারে উপরে বাসের ধাক্কায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম সাদিয়া আফরিন উর্মি (২২)। এ ঘটনায় নাজমুল ইসলাম (২৩) নামে আরও একজন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থী সাদিয়া ঢাকা তিতুমীর কলেজে অনার্স (মার্কেটিং) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার নতুন কামালপুর গ্রামের আব্দুর রশিদের কণ্যা। দুই বোনের মধ্যে ছোট ছিল সাদিয়া। বর্তমানে ধোলাইপাড় এলাকায় দনিয়া ক্লাবের পাশে একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত সে। আজ সন্ধ্যায় ডিএমপি যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মাজহারুল ইসলাম সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানী হানিফ ফ্লাইওভারে সায়দাবাদ অংশে একটি বাস কলেজ শিক্ষার্থীকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন সাদিয়া আফরিন উর্মি। পরে মুমূর্ষ অবস্থায় উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তবে, দুর্ঘটনা কবলিত বাস জব্দসহ চালক আটক করেছে পুলিশ। তাৎক্ষণিক ভাবে গাড়ি চালকের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদিকে, নিহত বোনের দেবর আহত নাজমুল জানান, তাদের বাসা ধোলাইপাড় দনিয়া ক্লাবের পাশে। নিহত উর্মি তার বড় ভাইয়ের শ্যালিকা। বড় ভাই ও ভাবির বিবাহ বার্ষিকী উপলক্ষে তারা চারজন বাসা থেকে দু’টি মোটরসাইকেলে করে ৩০০ ফিটের একটি রেস্টুরেন্টে যাচ্ছিলেন। পথে হানিফ ফ্লাইওভারের ওপড়ে আসলে একটি বাস তাদের মোটরসাকেলের পিছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষার্থী সাদিয়াকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত নাজমুলের হাত, পায়ে আঘাত সামান্য আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন আলী বলেন, একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় ওই ছাত্রীর। চালক আটক আছে, বাসটি জব্দ করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহনের প্রস্ততি অব্যাহত আছে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |