আজ শুক্রবার | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৬
বিডি দিনকাল ডেস্কঃ- দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির গণ-অনশন শুরু হয়েছে। শনিবার সকাল নয়টায় রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা যোগ দেন। নির্ধারিত সময়ের মধেই অনশন স্থল পরিপূর্ণ হয়ে যায় l একটানা বিকেল চারটা পর্যন্ত চলবে এই কর্মসূচী l
এ সময় তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে কর্মসূচিকে ঘিরে বিপুল কাকরাইল মোড়, নাইটেঙ্গেল মোড়, নয়াপল্টন এবং ফকিরাপুল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় রাস্তায় বিভিন্নজনকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের তল্লাশি করতে দেখা গেছে।
গণঅনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, বিএনপি,ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ বিএনপি,যুবদল স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছে,উপস্থিত হয়েছেন সুধী সমাজ সহ সাংবাদিক সমাজের নেতৃবৃন্দরা l
এদিকে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন এই কর্মসূচী যেভাবেই হউক আমরা সতস্পুরত ভাবে পালন করব l
Dhaka, Bangladesh শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:54 PM |