এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর কদমতলির জুরাইন এলাকায় একটি বাসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম ইয়াসিন হাওলাদার (১২)। সে স্হানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। নিহত ইয়াসিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বৈচন্ডি মালিপুর গ্রামের আলম হাওলাদারের পুত্র । সোমবার দিবাগত রাতে রাজধানীর কদমতলী থানার জুরাইন মেডিকেল রোডের একটি টিনসেট বাসায় এ ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিদ্যুৎপৃষ্টে এক শিশু মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বাবা আলম হাওলাদার জানান, তিনি দিনমজুরের কাজ করেন এবং তার স্ত্রী ইয়াসমিন ওরফে নাদিয়া আক্তার একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। সোমবার কাজের জন্য তারা দু’ জনেই সারা দিন বাসার বাহিরে ছিলেন। এসময় তাদের ছেলে ইয়াসিন (১২) একাই বাসায় ছিলেন। সোমবার রাত ৯ টার দিকে বাসায় ফিরে দেখি ঘরের ভেতরে বিদ্যুতের সুইচের কাছে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে সে। তার কপাল ঝলসানো ছিল। পরে প্রতিবেশীদের মাধ্যমে তাকে অচেতন অবস্হায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত ১০ টার দিকে মৃত ঘোষনা করেন। এলাকাবাসী ও নিহতের পরিবারের লোকজন জানান, তারা কদমতলীর জুরাইন মেডিকেল রোডের ব্যাপারী মসজিদ এলাকায় টিনশেড বাসায় পরিবার নিয়ে থাকেন। নিহত ইয়াসিন ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো। ওসি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কদমতলি থানা পুলিশকে জানানো হয়েছে।