আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৪
বিডি দিনকাল ডেস্ক :- বিশেষ কায়দায় পিকআপ ভ্যানে গাঁজা পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলী আজগর ওরফে কালু ফকির এবং মোঃ মনির মিয়া।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার জানান, ২২ জুলাই, ২০২১ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে পাঁচটায় রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ আজগর ও মনিরকে গ্রেফতার করা হয়।
এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও তাদের বহনের কৌশল সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আসে যে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমান গাঁজা বগুড়া যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমিসহ একটি টিম রমনা পার্কের অরুনোদয় গেটের সামনে অবস্থান নিই। বেলা অনুমান তিনটায় কাঙ্খিত নীল রঙের পিকআপ ভ্যানটি আসলে ডিবি পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়া হয়। তখন তারা পিকআপ ভ্যান রেখে পালানোর চেষ্টা করলে দুইজনকে গ্রেফতার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গাঁজা রাখার কথা স্বীকার করে এবং নিজ হাতে পিকআপ ভ্যানের পাটাতনের নিচ থেকে একে একে বের করে ২৫টি গাঁজার প্যাকেট। যার ওজন ৫০ কেজি।
গ্রেফতারকৃতরা বি-বাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে উক্ত গাঁজা সংগ্রহ করে রাজধানী হয়ে বগুড়া নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |