আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২২
মনির হোসেন জীবন – রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ছিনতাই, মাদক ব্যবসা ও গাড়ি চুরি চক্রের মূলহোতা বাবুল এবং তার তিন সহযোগীকে ঢাকার শ্যামপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বিকেলে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে রাজধানীর শ্যামপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এ চক্রটি মূলহোতা বাবুলসহ ৪ জনকে আটক করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতরা হলেন, সংঘবদ্ধ চক্রের মূলহোতা মোঃ বাবুল হোসেন (৫৩), আব্দুল হালিম (৩৮), মোঃ আমির হোসেন (২৮) ও মোঃ ইসহাক ব্যাপারী (১৯)। ফারজানা হক আরো জানান, গ্রেফতারকালে তাদের নিকট থেকে ১ টি পুলিশ মনোগ্রামযুক্ত কাধ ব্যাগ, ১ টি পুলিশ লেখা সম্বলিত পিস্তল কভার, চাবিসহ ১ টি হ্যান্ডকাপ, ২ টি চাকু, ৫০ পিস ইয়াবা, ছিনতাইকৃত কিছু টাকা এবং একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, বাবুল হোসেন ওই চক্রটির মূলহোতা এবং তারই পরিকল্পনা অনুযায়ী এ চক্রটির সকল কার্যক্রম দিব্যি চালিয়ে আসছিল। এছাড়া এচক্রটি দীর্ঘদিন যাবৎ ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন প্রতীক যেমন পুলিশের হ্যান্ডকাপ, পুলিশ লেখা পিস্তল কভার, পুলিশের ডিবি লেখা জ্যাকেট ইত্যাদি ব্যবহার করে নির্বিঘ্নে ছিনতাই, মাদক ব্যবসা এবং গাড়ি চুরির মতো বিভিন্ন অপরাধ করে আসছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |